জেলার কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালাই পৌরসভার মেয়র হালিমুল আলম জন(৬৭)বুধবার ভোরে ঢাকা ল্যাব এইড হাসাপাতালে চিকিসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। হালিমুল আলম জন দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে ভোগছিলেন। মৃত কালে তিনি স্ত্রী, ভাই বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি কালাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও কালাই পৌরসভার ২০১৫ সাল ৩০ ডিসেম্বর থেকে নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মেয়র হালিমুল আলম জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড:সামছুল আলম দুদু এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী। কালাই সরকারি মহিলা কলেজ মাঠে বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান