সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে এক স্কুলশিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২ জুন) ভোরে বাড়ির পাশে লিচু গাছে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহতের নাম মিঠুন নন্দী (২৭)। মিঠুন নন্দী একই গ্রামের রাম চন্দ্র নন্দীর ছেলে। তিনি চৌমুহুনী আছিয়া লুৎফর প্রিপারেটরি স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, তিনি কিছুদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। সকলের অগোচরে ভোররাতে তিনি আত্মহত্যা করেছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ শেষকৃত্যের অনুমতি দেয়া হয়েছে।
আজকের বাজার/একেএ