গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ জুন) সকালে উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কের পাশে বাসাকৈর এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই মো. মিনহাজ উদ্দিন জানান, বুধবার সকালে উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কের পাশে বাসাকৈর এলাকা থেকে মরদেহটি তারা উদ্ধার করেন।
এসআই মিনহাজ আরও বলেন, নিহতের পরনে কালো জিন্সের প্যান্ট ও হালকা গোলাপী জামা রয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহ এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ