গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আগুনে ঝুট কাপড়ের চারটি গুদাম ভস্মীভূত হয়েছে।
কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, উপজেলার চন্দ্রা এলাকায় রোববার, ২৫ মার্চ রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা।
এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, রোববার রাত সোয়া ১০টার দিকে প্রথমে মো. হারেজ মিয়ার ঝুট গুদামে আগুন লাগে। পরে তা পাশের ফারুক মিয়া, মো. রাজন ও আলমগীরের গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের তিন ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরএম/