ঘন কালো চুল আর উজ্জ্বল ত্বক পেতে কে না চায় ? কিন্তু হাজার রকমরে ক্রিম, তেল ইত্যাদি ব্যবহার করেও মনের মতো চুল ও ত্বক পাওয়া যায় না। অথচ এর সমাধান রয়েেছ রান্নাঘরইে।
মাত্র এক চামচ কালো জিরের মাধ্যমে পেতে পারেন ঘন কালো চুল ও উজ্জ্বল ত্বক। কারণ কালো জিরের মধ্যে অ্যান্টি ব্যাকটরেয়িাল ও অ্যান্টি ফাংগাল উপাদান থাকে।
কালো জিরে পিষে তা ত্বকে বা চুলে লাগালে উপকারতিা পাওয়া যায়। আর্য়ুবেদ শাস্ত্র অনুযায়ী, কালো জিরেকে বিভিন্ন রোগের ওষুধ বলে মনে করা হয়।
মাথায় তেল মালশি করার সময়ে তেলের সঙ্গে কালো জিরের পেস্ট মেশান। এতে চুল ঘন ও কালো হবে।
কালো জিররে মধ্যে ভিটামিন বি ও ওমগো ৩ অ্যাসডি থাকে, যার ফলে ত্বক উজ্জ্বল হয় এবং পিম্পল কমে। নিয়মিত ত্বকে কালো জিরে বাটা লাগালে বলিরখোও দূর হয়। জিঙ্ক থাকার ফলে ত্বকে চুলকানি দূর হয়। এছাড়া ত্বকে টান পড়লে তা-ও দূর হয়।
আজকের বাজার: ওএফ/ ৩ জানুয়ারি, ২০১৮