রোববার লন্ডনের রয়্যাল আলবার্ট হলে ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টসের ৭১তম আসর বসে। এতে বেশিরভাগ তারকাই কালো পোশাক পরে টাইমস আপ-এর ব্যাজসহ হাজির হন।
শ্রেষ্ঠ অভিনেত্রী ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড অনুষ্ঠানে কালো পোশাক পরে না আসলেও তিনি জানান, তিনি এই উদ্যোগের সঙ্গে সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছেন।
এর আগে, হলিউডে যৌন নিপীড়নের প্রতিবাদে গোল্ডেন গ্লোব পুরস্কারের আসরেও তারকারা কালো পোশাক পরে প্রতিবাদ জানান।
এদিকে ব্রিটিশ নারী অভিনেত্রীরা যৌন হয়রানি বিরোধী প্রচারের জন্য একটি তহবিল গঠন করেছেন। তহবিলে ১০ লাখ পাউন্ড দিয়েছেন হ্যারি পটার সিনেমার তারকা এমা ওয়াটসন।
আর বাফটায় পাঁচটি পুরস্কার দখল করে নেয় থ্রি বিলবোর্ডস আউটসাইড এবং মিসৌরি।
আরএম/