কাল ২ কোম্পানির পর্ষদ সভা

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। কোম্পানি দুইটি হচ্ছে- ডাচ-বাংলা ব্যাংক ও ইউনাইটেড ফিন্যান্স লিমিটেড।

ডাচ-বাংলা ব্যাংক

সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।

ডাচবাংলা ব্যাংক ২০১৬ সালে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

ইউনাইটেড ফিন্যান্স

সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

কোম্পানিটি ২০১৬ সালে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

আরএম/