আগামীকাল (বুধবার) ফাইন্যান্স বিল পাস আর আগামী পরশু (বৃহস্পতিবার) বাজেট পাস করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার (২৬ জুন) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, কাল (বুধবার) খুব উল্লেখযোগ্য দিন। এই বাজেট প্রস্তাবের পর প্রথমবারের মতো সংসদে তার বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। অনেকজন অনেক বক্তব্য দিয়েছেন, সেগুলো প্রধানমন্ত্রী বসে বসে শুনেছেন, নিশ্চয় এগুলো কাভার করবেন তিনি। তাছাড়া তার নিজস্ব মন্তব্যও পাওয়া যাবে।
তিনি বলেন, শনি, রোববার আর সভা করতে চাইনি। উদ্দেশ্য হচ্ছে, বাজেটের পর একটু বিরতি রাখা। আমরা বাজেটের প্রথম সেশনে যখন বসি, তখনই এটা আলোচনা হয়েছে।
প্রস্তাবিত বাজেট পাসের ক্ষেত্রে বড় ধরনের কোনও পরিবর্তন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বড় ধরনের পরিবর্তন তো কখনও হয় না।
আজকের বাজার/এমএইচ