আজকের বাজার ডেস্ক: সাম্প্রতিক সময়ে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে শীর্ষ মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারদের সঙ্গে বৈঠকে বসছে রাষ্ট্রীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।
আজ সোমবার,২৪এপ্রিল আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ইফতেখার-উজ-জামান এ তথ্য জানান।
তিনি অর্থসূচককে বলেন, আগামীকাল মঙ্গলবার,২৫এপ্রিল বিকেল সাড়ে ৫টায় মতিঝিলে আইসিবির নিজস্ব কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
“পুঁজিবাজারে সাম্প্রতিক সময়ের টানা পতনের কারণ খুঁজে বের করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে এ বৈঠক আহ্বান করা হয়েছে।”
মো. ইফতেখার-উজ-জামান বলেন, বাজার স্বাভাবিক করতে কী করা যায়- সে বৈঠকে আলোচনা হবে। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পুঁজিবাজারের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।
আজকের বাজার: এলকে/এলকে/২৪এপ্রিল,২০১৭