কাল গাজীপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

আগামীকাল সোমবার গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে যোগ দেবেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুচকাওয়াজে সালাম নেবেন। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুরো এলাকা জুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সফিপুর আনসার ভিডিপি একাডেমী বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ।

আজকের বাজার :আরএম/১৮ ফেব্রুয়ারি ২০১৮