আগামীকাল চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ উপলক্ষ্যে চাঁদপুর শহরে শোভা পাচ্ছে দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা সম্বলিত ব্যানার-ফেস্টুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুরের হাইমচর উপজেলায় স্কাউট সমাবেশ উদ্বোধন এবং জেলা সদর স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর জনসভাস্থল চাঁদপুর স্টেডিয়ামে মঞ্চ তৈরির কাজসহ সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিদিনই প্রশাসনিক কর্মকর্তাসহ দলের শীর্ষ নেতারা মঞ্চ তৈরির কাজ তদারকি করছেন। এছাড়াও, হাইমচরে স্কাউট সমাবেশ ঘিরে চলছে প্রস্তুতি।
২০১০ সালের ২৫শে এপ্রিল সবশেষ চাঁদপুর সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজকের বাজার/আরজেড