জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে তিনদিনব্যাপী এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এবিইউ) তৃতীয় গণমাধ্যম সম্মেলন শুরু হচ্ছে বুধবার,১০ মে। রাজধানীর সোনারগাঁও হোটেলে ১৭টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সম্মেলন চলবে ১২ মে শুক্রবার পর্যন্ত। সম্মেলনে এবারের প্রতিপাদ্য- ‘সবার জন্য তথ্য: জীবন বাঁচাতে গণমাধ্যম।’
এবিইউ এর সঙ্গে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার সম্মিলিতভাবে এ সম্মেলন আয়োজন করছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে বুধবার সকাল ১০টায় এ সম্মেলন উদ্বোধন করবেন। সম্মেলনে এবিইউ’র মহাসচিব জাভেদ মোত্তঘী উপস্থিত থাকবেন।
সচিবালয়ে তথ্য অধিদফদরের সম্মেলন কক্ষে মঙ্গলবার,৯ মে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব তথ্য জানান। তথ্যমন্ত্রী বলেন, ‘তৃতীয় এবিইউ গণমাধ্যম সম্মেলনে উদ্বোধনী ও সমাপনী অধিবেশনের পাশাপাশি যে আটটি অধিবেশন পরিচালিত হবে সেগুলোর বিষয়বস্তুও বর্তমান প্রেক্ষাপটকে বিবেচনায় এনে সাজানো হয়েছে। প্রথম দিনের অধিবেশনগুলোর মূল বিষয় জলবায়ু পরিবর্তন ও দ্বিতীয় দিনের মূল বিষয় থাকছে দুর্যোগ ঝুঁকিহ্রাস ও প্রস্তুতি।’
বাংলাদেশ এ মুহূর্তে তিনটি বড় যুদ্ধের ভেতরে রয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘টেকসই উন্নয়ন অর্জনের যুদ্ধ, জঙ্গিবাদ নির্মূলের যুদ্ধ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার যুদ্ধ। প্রতিটি ক্ষেত্রেই সরকারের আন্তরিকতার পাশাপাশি গণমাধ্যম আমাদের সঙ্গে রয়েছে বলে আমরা বিশ্বাস করি। জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়টিও তেমনি।’
‘মনে রাখতে হবে, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। কোনো একটি দেশের পক্ষে একা এর সমাধান করা সম্ভব নয়। প্রয়োজন স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক-এ তিনধাপের কার্যক্রম।’
হাসানুল হক ইনু বলেন, ‘বিভিন্ন দেশ থেকে আগত অর্ধশতাধিক পরিবেশবিদ, গণমাধ্যম বিশেষজ্ঞ, সরকারি ও বেসরকারি প্রতিনিধির সঙ্গে দেশীয় দুইশতাধিক অংশগ্রহণকারীদের সমন্বয়ে অধিবেশনগুলো হবে। অধিবেশন শেষে আমরা যে ঢাকা ঘোষণা প্রণয়ন করবো তা মেক্সিকোর কানকুনে আসন্ন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক বিশ্ব সম্মেলনে এজেন্ডাভূক্তির জন্য পাঠানো হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘এ সম্মেলনে বিশ্বব্যাপী গণমাধ্যম, জলবায়ু, পরিবেশ, দুর্যোগ মোকাবিলা বিষয়ে বিশেষজ্ঞরা একসঙ্গে বসে মানুষের জীবন রক্ষায় গণমাধ্যমের যে নতুন ভূমিকা নির্ধারণ করবেন, আমাদের জন্য তা নিয়ে আসবে নূতন অভিজ্ঞতা ও সমৃদ্ধকর পাথেয়। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ তার গণমাধ্যমকে সঙ্গে নিয়ে আরেকধাপ এগিয়ে যাবে।’
সম্মেলনের তৃতীয় দিন বিদেশী অতিথিরা সদরঘাট থেকে নদীভ্রমণ করবেন বলেও জানান মন্ত্রী।
‘এবিইউ এর জন্মলগ্ন ১৯৬৪ সাল থেকে বাংলাদেশ বেতারের সদস্য এবং ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ টেলিভিশন এবিইউ’র সদস্যপদ লাভ করে। এশীয়-প্রশান্ত অঞ্চলের ৬৯টি দেশের ২৭২টি সম্প্রচার মাধ্যম এবিইউ এর সদস্য হিসেবে রয়েছে।’
এ সময় তথ্য সচিব মরতুজা আহমদ, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
আজকের বাজার:এলকে/এলকে/৯ মে ২০১৭