বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আগামীকাল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ এস. এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে পাঠানো এক ফ্যাক্স বার্তায় জানা গেছে, শনিবার সকাল ৯টা ৫০মিনিটে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমান বন্দরের উদ্দেশে যাত্রা করবেন।
সকাল ১০টায় হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। বেলা পৌঁনে ১১টায় তিনি টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করবেন।
জেলা প্রশাসক মো. মোখলেসুর রহমান সরকার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংক্ষিপ্ত সফর নির্বিঘ্নে শেষ করতে সকল প্রস্তুতি শেষ হয়েছে। টুঙ্গিপাড়াসহ সারা জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজকের বাজার/এমএইচ