রোহিঙ্গা সম্পর্কিত বিষয়কে প্রাধান্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ সাবু। খবর ইউএনবি।
বুধবার (১১ জুলাই) এক কর্মকর্তা বলেন, ঢাকায় এসেই ওইদিন সকাল ১০টায় প্রতিনিধিদলসহ মালয়েশিয়ার মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন।
ওই কর্মকর্তা জানান, মোহাম্মাদ সাবু তার এই সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো সফরের পাশাপাশি মালয়েশিয়ার অর্থায়নে সেখানে স্থাপিত হাসপাতাল পরিদর্শন করবেন।
প্রতিরক্ষা মন্ত্রাণালয়ের সহযোগিতায় মালয়েশিয়া ত্রাণ ও দাতব্য স্বেচ্ছাসেবক দলের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা এই সফরের আয়োজন করেছে।
মালয়েশিয়া প্রতিরক্ষামন্ত্রীর বরাদ দিয়ে দেশটির গণমাধ্যমে বলা হয়, রোহিঙ্গাদের সহায়তায় মালয়েশিয়ান নাগরিকদের নগদ অর্থকেও স্বাগত জানানো হবে।
আজকের বাজার/এমএইচ