কাল ঢাকা আসছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের জন্য আগামীকাল শুক্রবার ঢাকায় আসছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন।

রুশ উপ-প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টারও কম সময়ের এ সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। খবর ইউএনবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ শনিবার হেলিকপ্টার যোগে পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত চাওয়া যে দুদেশের মধ্যকার সম্পর্কে শুধুমাত্র উন্নতি হবে। আগামী দিনগুলোতে সম্পর্কের অবনতি হওয়ার প্রশ্ন আসে না।

আজকের বাজার/এমএইচ