ঈদকে সামনে রেখে আগামীকাল (৩ জুন) থেকে বিশেষ ব্যবস্থায় ৩০ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ সব শাখা অফিস এবং রাজধানীতে ১০ ব্যাংকের ২০ শাখায় বিশেষ কাউন্টার খুলে এ নোট বদলে দেওয়া হবে। একজন ১০, ২০, ৫০ ও ১০০ টাকার একটি করে বান্ডিলের মোট ১৮ হাজার টাকা নিতে পারবেন। তবে এবার ২ ও ৫ টাকার নতুন নোট দেওয়া হবে না।
সম্প্রতি নতুন নোট ছাড়ার তারিখ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।
ঢাকার যেসব শাখায় মিলবে নতুন নোট
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে তিনটি বিশেষ কাউন্টার খুলে নতুন নোট বদলে দেওয়া হবে।
এ ছাড়া রাজধানীতে ১৯ ব্যাংকের ২০ শাখায় বিশেষ কাউন্টার খুলে নতুন নোট দেওয়া হবে। শাখাগুলো হলো- জনতা ব্যাংকের আবদুল গনি রোড ও রাজারবাগ, সোনালী ব্যাংকের রমনা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্ট রোড, রূপালী ব্যাংকের মহাখালী, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী, সিটি ব্যাংকের মিরপুর, সাউথইস্ট ব্যাংকের কাওরানবাজার, এসআইবিএলের বসুন্ধরা সিটি (পান্থপথ), উত্তরা ব্যাংকের চকবাজার, ঢাকা ব্যাংকের উত্তরা, আইএফআইসি ব্যাংকের গুলশান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর, পূবালী ব্যাংকের সদরঘাট, শাহজালাল ইসলামী ব্যাংকের মালিবাগ, ওয়ান ব্যাংকের বাসাবো, ইসলামী ব্যাংকের শ্যামলী, মার্কেন্টাইলের বনানী, ব্যাংক এশিয়ার ধানমণ্ডি এবং ডাচ্-বাংলা ব্যাংকের দক্ষিণখানের এসএমই অ্যান্ড কৃষি শাখা।
রাসেল/