আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আগামীকাল বুধবার (১৩ জুন) থেকে এই ছুটি শুরু হবে।
ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পবিত্র শব-ই-কদরউপলক্ষে আগামীকাল বুধবার (১৩ জুন) সরকারি ছুটি থাকবে। আর বৃহস্পতিবার (১৪ জুন) একদিন বিশেষ ছুটি ঘোষণা করেছে ডিএসই পরিচালনা পর্ষদ।
তাই আগামীকাল ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত ডিএসই ও সিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এ হিসেবে পাঁচ দিন পুঁজিবাজার বন্ধ থাকবে।
আগামী ১৮ জুন, সোমবার থেকে আবারও নিয়মিতভাবে ডিএসই ও সিএসইতে কর্মদিবস শুরু হবে। ওইদিন থেকে ডিএসইর লেনদেন আগের নিয়মে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
রাসেল/