কাল থেকে বাংলাদেশে বিশ্ব ব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর

বাংলাদেশে ও ভুটানে বিশ্ব ব্যাংকের (বিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে আগামীকাল থেকে কর্মজীবন শুরু করবেন মার্সি মিয়াং টেমবন।
বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যামেরুনের নাগরিক টেমবন ২০০০ সালে শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে বিশ্ব ব্যাংকে যোগদান করেন এবং তখন থেকেই বিভিন্ন দেশে নেতৃত্বের জায়গায় ছিলেন। নতুন দায়িত্বে আসার আগে টেমবন ইউরোপ ও মধ্য এশিয়া অঞ্চলের দক্ষিণ ককেশাসে (আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া) কান্ট্রি ডিরেক্টর ছিলেন। তিনি আফ্রিকার বুরুন্ডি ও বুরকিনা ফাসোতে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ম্যানেজার ছিলেন।
টেমবনন বলেন, ‘বিশ্ব ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন অভিজ্ঞতা রয়েছে। দেশটি রেকর্ড সময়ের মধ্যে চরম দারিদ্র্য অর্ধেকে নামিয়ে এনেছে এবং যে কয়েকটি উন্নয়নশীল দেশ স্কুলে উপস্থিতির ক্ষেত্রে লিঙ্গ সমতা অর্জন করেছে তার মধ্যে একটি। আমরা গত কয়েক বছরে দেশটির উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যক্ষ করছি এবং আমি অবশিষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’