কাল থেকে মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করা যাবে।

সামাজিক দূরত্ব মেনে কাল বৃহস্পতিবার থেকে দেশের সব মসজিদে তারাবিসহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যাবে।

নামাজ পড়ার জন্য স্বাস্থ্যবিধিসহ কিছু নির্দেশাবলি বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৬ এপ্রিল সীমিত করা হয় মসজিদে উপস্থিতি। খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া বাইরের মুসল্লিরা কেউ মসজিদে জামাতে অংশ নিতে পারবেন না বলে বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়।