কাল থেকে লভ্যাংশ বন্টন করবে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বন্টন শুরু করবে আগামীকাল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের ক্যাশ ডিভিডেন্ড বা নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের মাঝে বন্টন শুরু করবে। আগামীকাল ১৬ জুলাই ও ১৭ জুলাই এ দুদিন লভ্যাংশ বন্টন করবে প্রতিষ্ঠানটি। বিনিয়োগকারীরা গুলশান বাড্ডা লিংক রোডের হোমস্টিড গুলশান লিংক টাওয়ারে প্রতিষ্ঠানের নিজস্ব ভবন থেকে সংগ্রহ করা যাবে। আর যেসব বিনিয়োগকারির লভ্যাংশ সংগ্রহ করতে পারবেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের বর্তমান ঠিকানায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ৩০ জুন ২০১৮ সমাপ্ত বছরে শেয়ার র্হোডারদের জন্য সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।

 

আজকের বাজার/মিথিলা