কাল থেকে শুরু তুরস্ক ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া

তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ান জানিয়েছেন, শুক্রবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তুরস্ক ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হবে। এর আগে দুই দেশের মধ্যে সিরিয়ার কুর্দি যোদ্ধাদের ঐ অঞ্চল থেকে প্রত্যাহার করে নেয়ার বিষয়ে চুক্তি হয়। আজ বুধবার জাতীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে এরদোয়ান জানান, শুক্রবার যৌথ স্থল মহড়া দিয়ে শুরু করা হবে।

কুর্দি মিলিশিয়া বাহিনীকে ঐ অঞ্চল থেকে সরে যেতে চার দিনের সময় সীমা দেয়া হয় যা গত মঙ্গলবার শেষ হয়। গত সপ্তাহে রাশিয়ার কৃষ্ণসাগর অবসর বিনোদনের শহর সোচিতে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের নিয়ন্ত্রণ ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হয়।

মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান কয়েক হাজার সিরিয়ো কুর্দি যোদ্ধা ঐ অঞ্চল ত্যাগ করেছে। তবে এরদোয়ান বলেন তার কাছে তথ্য রয়েছে যে এখনো ঐ অঞ্চলে কুর্দি যোদ্ধা রয়েছে।তিনি বলেন তুরস্ক স্থল মহড়া শুরু করার পর এর যথাযথ উত্তর দেবে।

আজকের বাজার/লুৎফর রহমান