কাল থেকে শুরু বাংলাদেশের ফিটনেস ক্যাম্প

এশিয়া কাপ ও বিশ্ব কাপকে সামনে রেখে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ফিটনেস ক্যাম্প। ৩২ জনের প্রাথমিক দল নিয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প।

আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। তিনি বলেন, ‘আগামীকাল শুরু হচ্ছে আমাদের ফিটনেস ক্যাম্প। বৃহস্পতিবার ইয়ো ইয়ো টেস্ট আছে। ক্রিকেটারদের ফিটনেস এখন কোন পর্যায়ে আছে, সেটি দেখতে চাচ্ছি। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি। তারা ইয়ো ইয়ো টেস্ট দিবে। ৮ তারিখ থেকে স্কিল ট্রেনিং শুরু হবে।’
স্কিল টেস্টের জন্য আগামী ৫-৬ আগস্ট আরও একটি দল দেয়া হবে বলে জানান আবেদিন। তিনি বলেন, ‘ ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দিবো আমরা। এশিয়া কাপের জন্য স্কিল ট্রেনিং করবে তারা। তাদের কি অবস্থা, সেটি দেখার জন্য ইয়ো ইয়ো টেস্ট করা হচ্ছে।’
৩২ জনের প্রাথমিক দল ঘোষনা না করলেও ২১ বা ২২ সদস্যের নাম প্রকাশ করবে বিসিবি। আবেদিন বলেন, ‘৩২ জনের দল আমরা প্রকাশ করছি না। এটা আমাদের মধ্যেই থাকবে। ২১-২২ জনের যে স্কোয়াড দেবো, সেটি আমরা প্রকাশ করবো।’
তিনি আরও বলেন, ‘এখানে আমাদের তিনটা সংস্করণের অনুশীলন করছে। টাইগার্স অনুশীলন করছে, এইচপিও করছে। বেশিরভাগ খেলোয়াড় কোন না কোন কাজে ব্যস্ত আছে। সেখান থেকেই ৩২ জনকে নিয়েছি।’

জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই শুরু হচ্ছে ফিটনেস ক্যাম্প। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ। শীঘ্রই কানাডার গ্লোবাল লিগে যুক্ত হবেন আফিফ হোসেনও।
ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে ব্যস্ত থাকা ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প করা জরুরি নয় বলে মনে করেন আবেদিন। তিনি বলেন, ‘যারা এখন দেশে আছে, তারাই ফিটনেস ক্যাম্পে আসবে। যারা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছে, তারা তো খেলার মধ্যেই আছে। ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে এসে পরে ক্যাম্পে যোগ দিবে।’ (বাসস)