কাল থেকে শুরু হচ্ছে প্রাক বাজেট আলোচনা

২০১৮-২০১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা আগামিকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আলোচনা শুরু হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচনায় নেতৃত্ব দেবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত । আর এতে অংশ নেবেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), ইকনোমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) এবং বাংলাদেশ অর্থনীতি সমিতি।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে আগামী আড়াই মাস সংসদীয় স্থায়ী কমিটি, অর্থনীতিবিদ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, পেশাজীবী, এনজিও ব্যক্তিত্ব, মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা করবেন অর্থমন্ত্রী। এর বাইরে তিনি চ্যানেল আই, এফবিসিসিআই ও এনটিভি এবং এমসিসিআই ও মাছরাঙা টেলিভিশন আয়োজিত প্রাক-বাজেট আলোচনায়ও যোগ দেবেন।

এমআর/