মধুমতি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ আরচারী ফেডারেশনের ব্যবস্থাপনায় ফিলিপাইনে অনুষ্ঠিত ‘এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্টে’ গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ পদক জয়ী বাংলাদেশ আরচারী দল আগামীকাল দেশে ফিরছেন। সোমবার দুপুর ১২:১০ মি: থাই এয়ারওয়েজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে আরচারি দলটির।
পদক জয়ী দলকে বাংলাদেশ আরচারী ফেডারেশন এবং মধুমতি ব্যাংক লিমিটেড হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অভ্যর্থনা জানাবে। আরচারি ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, টুর্নামেন্টে অংশ নিতে ৭ সদস্যের বাংলাদেশ আরচারী দল গত ৭ সেপ্টেম্বর ফিলিপাইনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
আজকের বাজার/লুৎফর রহমান