প্রচন্ড বৃষ্টির কারণে গত ২৭ সেপ্টেম্বর পাকিস্তান-শ্রীলংকা প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়। ঐ দিন ২৯ সেপ্টেম্বরের (আজকের) দ্বিতীয় ওয়ানডেও পরিত্যক্ত করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে দ্বিতীয় ওয়ানডেটি আগামীকাল, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর মাঠে গড়ানোর ঘোষণা দেয় পিসিবি। অর্থাৎ আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দু’দল। তবে এ ম্যাচেও বৃষ্টির শংকা রয়েছে। যদি মাঠে খেলা গড়ায় তবে, ম্যাচটি হবে পাকিস্তানের জন্য ঐতিহাসিক। কারন ম্যাচটি হবে করাচিতে। ১০ বছর পর করাচিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
২০০৯ সালের জানুয়ারিতে করাচিতে এই শ্রীলংকার বিপক্ষেই সর্বশেষ ওয়ানডে খেলেছিলো পাকিস্তান। ঐ সফরের ওয়ানডে সিরিজ শেষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে পড়ে।
তবে ২০১৫ সালের মে’তে জিম্বাবুয়েকে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করে ছয় বছর পর আবারো দেশের আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় পিসিবি। অবশ্য ঐ সিরিজের তিনটি ওয়ানডে হয়েছিলো লাহোরে।
তাই এবাররের সিরিজের প্রথম ওয়ানডে নিয়ে উৎফুল্ল ছিলো পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। কিন্তু বৃষ্টি পাকিস্তানের আশা পূরণ হতে দেয়নি। দ্বিতীয় ওয়ানডে নিয়েও আশায় বুক বেঁধেছে তারা। তবে দ্বিতীয় ওয়ানডে নিয়ে শংকা রয়েছে।
তবে যাই হোক না কেন, মাঠের লড়াইয়ে নামতে মুখিয়ে আছে পাকিস্তান। এমনটাই বললেন পাকিস্তানের সহ-অধিনায়ক বাবর আজম, ‘আমরা খেলার জন্য মুখিয়ে আছি। বৃষ্টির কারনে প্রথম ওয়ানডে বাতিল হলো। দ্বিতীয় ম্যাচও সরিয়ে নেয়া হয়েছে। আশা করবো, কাল মাঠে নামতে পারবো।’
বৃষ্টি বা নিরাপত্তা নিয়ে খুব বেশি চিন্তিত নয় শ্রীলংকা। মাঠের খেলায় নজর তাদেরও। তেমনই ভাষ্য শ্রীলংকার ওপেনার আবিস্কা ফার্নান্দোর, ‘আমরা খেলা নিয়েই বেশি চিন্তা করছি। অন্য কোন চিন্তা আমাদের মধ্যে নেই। আমাদের কাজ মাঠে খেলা এবং ভালো পারফরমেন্স করা। তবে বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি না হওয়াতে আমরা হতাশ। কিন্তু প্রকৃতির উপর তো কিছুই করার নেই। আশা করবো, দ্বিতীয় ওয়ানডে খেলতে পারবো।’
পাকিস্তান দল : সরফরাজ আহমেদ (অধিনায়ক), বাবর আজম (সহ-অধিনায়ক), আবিদ আলী, ফখর জামান, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সাদাব খান, উসমান শিনওয়ারি, ওয়াহাব রিয়াজ।
শ্রীলংকা দল : লাহিরু থিরিমান্নে (অধিনায়ক), দানুশকা গুনাতিলকা, সাদিরা সামারাবিক্রমা, আবিস্কা ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, শেহান জয়সুরিয়া, দাসুন শানাকা, মিনোদ ভানুকা, অ্যাঞ্জেলো পেরেরা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষণ সানদাকান, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।
আজকের বাজার/লুৎফর রহমান