সাফ অনুর্ধ-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভুটানের রাজধানী থিম্পুর চ্যাংগ্লিমিথাং স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেল তিনটায় শুরু হবে ম্যাচটি।
এর আগে স্বাগতিক ভুটানী কিশোরীদের ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সুচনা করেছে বাংলাদেশের কিশোরীরা। অপরদিকে নেপাল তাদের প্রথম ম্যাচে ৪-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে ভারতের কাছে।
এবারের টুর্নামেন্টে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য স্থির করেছে লাল সুবুজের দল। আগামী ১৩ অক্টোবর রাউন্ড রবিন লীগ পর্যায়ের তৃতীয় ম্যাচে ভারতের মোকাবেলা করবে তারা। লীগ পর্বের শীর্ষ পয়েন্ট সংগ্রহকারী দুটি দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
টুর্নামেন্টের প্রথম আসরে তিন ম্যাচের সব কটিতে জয়ের মাধ্যমে শিরোপা লাভ করেছিল বাংলাদেশ। কিন্তু ভুটানে অনুষ্ঠিত গত আসরের ফাইনালে ভারতের কাছে একমাত্র গোলে পরাজিত হয় তারা।
বাংলাদেশ অনুর্ধ ১৫ স্কোয়াড: রূপনা চাকমা, ইয়াসমিন আক্তার, উন্নতি খাতুন, নাসরিন আক্তার, সামসুন্নাহার জুনিয়র, সোহাগি কিসকু, রোজিনা আক্তার, কোহাতি কিসকু, শাহেদা আক্তার, রেহেনা আক্তার, নওসন জাহান, আবেদা আক্তার, আফ্রিদা খন্দকার, মাহফুজা খাতুন, মেহেনুর আক্তার, নুসরাত জাহান, ইতি খাতুন, জয়নব বিবি, সুমি খাতুন, সুরমা জান্নাত, পুর্নিমা রাণী, রুমি আক্তার ও স্বপ্না রাণী।
আজকের বাজার/লুৎফর রহমান