বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উপলক্ষে দেশের পুঁজিবাজার আগামীকাল ১৪ এপ্রিল বন্ধ থাকবে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। এর অংশ হিসেব দেশের উভয় স্টক এক্সচেঞ্জেও বন্ধ থাকবে। এছাড়া গতকাল শুক্রবার ও আজ শনিবার ঢাকা স্টক একচেঞ্জে ও চট্টগ্রাম স্টক একচেঞ্জের সাপ্তাহিক ছুটি। আর আগামীকাল পহেলা বৈশাখের জন্য সরকারী ছুটি । তাই সাপ্তাহিক ছুটি ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা তিন দিনের জন্য বন্ধ রয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ।
উল্লেখ্য, আগামী ১৫ এপ্রিল সোমবার থেকে উভয় পুঁজিবাজারেই স্বাভাবিক লেনদেন শুরু হবে।