কাল পুঁজিবাজার বন্ধ

মহান একুশে ফেব্রুয়ারী, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার দেশের উভয় স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। এদিন পুঁজিবাজারের সব দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি লেনদেন বন্ধ থাকবে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

একুশে ফেব্রুয়ারী বাংলাদেশের মানুষের জন্য একটি গৌরবোজ্জ্বল দিন। ভাষা শহীদদের আত্মত্যাগে গভীর শ্রদ্ধাভরে তাঁদের স্মরণ করে পুরো বাঙালী ভাষা-ভাষী মানুষসহ পুরো বিশ্ব। দিনটি উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় দেশের সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তাই দেশের উভয় স্টক এক্সচেঞ্জও বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামীকাল ২১ শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার আর পরবর্তী ২২,২৩ ফেব্রুয়ারী দুইদিন সাপ্তাহিক বন্ধ থাকায় টানা ৩ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার।টানা ৩ দিন ছুটির পর আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে উভয় স্টক এক্সচেঞ্জে স্বাভাবিক লেনদেন শুরু হবে।

 

আজকের বাজার /মিথিলা