স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের (বিএসজেএ) উদ্যোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) কৃত্রিম টার্ফে আগামীকাল শুরু হচ্ছে কুল বিএসজেএ মিডিয়া কাপ টুর্নামেন্ট ২০১৯।
টুর্নামেন্ট উপলক্ষে এক সংবাদ সম্মেলন আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। একই সঙ্গে সম্পন্ন হয় অংশগ্রহনকারী দলগুলোর ড্র।
টুর্নামেন্টে দেশের শীর্ষস্থানীয় ২৪টি মিডিয়া হাউজের ফুটবল দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। গ্রুপ পর্বে রাউন্ড রবীন লীগ পদ্ধাতিতে অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডের খেলা। গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলো দ্বিতীয় পর্বের নকআউট পর্যায়ে অংশগ্রহনের সুযোগ পাবে। আগামীকাল সকাল সাড়ে নয়টায় উদ্বোধনী ম্যাচে দীপ্ত টেলিভিশনের মোকাবেলা করবে বাংলাভিশন। আগামী ৫ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান বিপনন কর্মকর্তা ড. জেসমিন জামান, বিএসজেএ সভাপতি মোতাহার হোসেন মাসুম, সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনি, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রাকিবুল হাসান এবং স্কয়ার, বিএসজেএ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), দি ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ প্রতিদিন, দৈনিক যুগান্তর, জিটিভি, জাগো নিউজ ২৪, বাংলাদেশ ট্রিবিউন, নিউজ ২৪, দৈনিক কালের কন্ঠ, ডিবিসি, চ্যানেল ২৪, দৈনিক ইত্তেফাক, চ্যানেল আই, ঢাকা ট্রিবিউন, দৈনিক সংবাদ, মাছরাঙ্গা টেলিভিশন, দৈনিক সমকাল, দৈনিক নয়া দিগন্ত, সময় টেলিভিশন, একুশে টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, দীপ্ত টেলিভিশন, বাংলা ভিশন ও ডেইলি স্টার।
আজকের বাজার/লুৎফর রহমান