বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামীকাল শুরু হচ্ছে ‘পোলার আইসক্রীম ২৬তম স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্ট (বালক ও বালিকা)-২০১৯।’
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুর ১২ টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ঢাকা আইসক্রীম ইন্ডাষ্ট্রিজ লি:-এর ব্যবস্থাপনা পরিচালক নাজীম উদ্দিন আহমেদ।
এবারের আসরে বালক বিভাগে ১৯ এবং বালিকা বিভাগে ১৮টিসহ মোট ৩৭টি স্কুল এন্ড কলেজ অশ নিচ্ছে।
উদ্বোধনী ম্যাচে বালিকা বিভাগের সানিডেল বনাম শহীদ শেখ রাসেল সরকারী উচ্চ বিদ্যালয় মুখোমুখি হবে।
আজকের বাজার/লুৎফর রহমান