কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করবে বিএনপি।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার সারাদেশে জেলা, মহানগর ও ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।’

আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্ব ঘোষিত জনসভার বিষয়ে তিনি বলেন, ‘অনুমতি নেওয়ার জন্য আমরা বারবার চেষ্টা করছি। আর আমিও ১০ থেকে ১২ বার ফোন দিয়েছি। কিন্তু তারা আমার ফোন ধরেননি। এছাড়া আমাদের একটি প্রতিনিধি দল গিয়েছিল, কিন্তু তাদের সঙ্গেও দেখা করেননি।’

মির্জা ফখরুল জানান, ‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৯ মার্চ রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে আমরা জনসভা করতে চাই। এজন্য আমরা সকল প্রস্তুতি গ্রহণ করবো। সরকারকে আহ্বান জানাই, জনসভা যাতে করতে পারি সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরএম/