আগামীকাল ১১ ডিসেম্বর থেকে স্পট ও ব্লক মার্কেটে লেনদেন শুরু হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এএমসিএল (প্রাণ) লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
আগামীকাল স্পট মার্কেটে লেনদেন শুরু হয়ে চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১৩ ডিসেম্বর প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ঐদিন প্রতিষ্ঠানটির শেয়ারের স্বাভাবিক লেনদেন বন্ধ থাকবে।
উল্লেখ্য,৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এজিএম।
আজকের বাজার/মিথিলা