মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামিকাল মঙ্গলবার স্বাধীনতা র্যালি করবে বিএনপি।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে এ তথ্য জানায়।
রিজভী বলেন, আগামিকাল দুপুর দুইটায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হবে। শান্তিনগর মোড়ে গিয়ে র্যালি শেষ হবে।
মৌখিকভাবে র্যালির জন্য অনুমতি পাওয়া গিয়েছে বলেও জানান তিনি।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় দলের শীর্ষ নেতারা আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বিকেলে নয়াপল্টনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ মার্চ রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করবে বিএনপি।
এমআর/