কাল স্বাভাবিক লেনদেনে ফিরবে ২ প্রতিষ্ঠান

রেকর্ড ডেটের পর আগামীকাল ৪ ডিসেম্বর মঙ্গলবার থেকে যথারীতি স্বাভাবিক লেনদেনে ফিরবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২টি প্রতিষ্ঠান ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

প্রতিষ্ঠানদুটি হলো- শাহজীবাজার পাওয়ার কোম্পানী লিমিটেড, ইস্টার্ন লুব্রিকান্ট লিমিটেড।

এদের মধ্যে শাহজীবাজারের এজিএম রয়েছে আগামী ২৭ জানুয়ারী,২০১৯। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ২৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে ২৫ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড।

অন্যদিকে ইস্টার্ন লুব্রিকান্টের এজিএম রয়েছে আগামী ১৯ জানুয়ারী,২০১৯। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

উল্লেখ্য, এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারনে আজ প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন বন্ধ ছিল।

 

 

আজকের বাজার/মিথিলা