আগামীকাল ৪ মার্চ সোমবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এজিএম ও ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট হওয়ায় এ দিন লেনদেন বন্ধ থাকবে প্রতিষ্ঠানগুলোর।
প্রতিষ্ঠানগুলো হলো: ডেল্টা ব্র্যাক হাইজিং লিমিটেড, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, আইপিডিসি, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
ডেল্টা ব্র্যাক হাইজিং লিমিটেডের এজিএম রয়েছে আগামী ৩১ মার্চ,২০১৯। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ২৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের এজিএম রয়েছে আগামী ৩১ মার্চ,২০১৯। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আইপিডিসি লিমিটেডের এজিএম রয়েছে আগামী ৩১ মার্চ,২০১৯। প্রতিষ্ঠানটি ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে ৭ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ইজিএম রয়েছে আগামী ২৮ মার্চ,২০১৯।
উল্লেখ্য, প্রতিষ্ঠানগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আজ । রেকর্ড ডেটের পর ৫ মার্চ থেকে যথারীতি স্বাভাবিক লেনদেনে ফিরবে প্রতিষ্ঠানগুলো।
আজকের বাজার/মিথিলা