গাজীপুরের কাশিমপুর কারাগার ২-এ জাহিদ হোসেন (৪২) নামে এক বন্দি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।
শুক্রবার রাতে জাহিদ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন কাশিমপুর কারাগার ২-এর জেলার মো. তারিকুল ইসলাম।
নিহত জাহিদ হোসেন ঢাকার মতিঝিল থানার ফকিরাপুল এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনি একটি হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
জেলার জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জাহিদ হোসেনকে মৃত ঘোষণা করেন।
জাহিদ হোসেন ২০০৯ সালের ১৭ অক্টোবর থেকে কাশিমপুর কারাগার ২-এ বন্দি ছিলেন।
আজকের বাজার/আরজেড