গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ধানবোঝাই ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩১ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার মাহামুদপুর ইউনিয়নের সাতাশিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বিকাশ মণ্ডল, মাঠবিন্দু সরদার ও রবীন্দ্র সরদার। নিহতদের বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন গ্রামে।
কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, সাতক্ষীরা থেকে ১৫-২০ দিন আগে ধান কাটতে একদল শ্রমিক মাহামুদপুর ইউনিয়নে আসেন। তারা ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে ধান কাটেন।
ধানকাটা শেষে আজ পারিশ্রমিকের ধান একটি ট্রাকে বোঝাই করে শ্রমিকরা ধানের উপর বসে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেন। তাদের ট্রাক সাতাশিয়া পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
আজকের বাজার/একেএ