কাশ্মিরে ভারতের সেনাদের সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধে ১ জন সৈন্য ও ২ জন জঙ্গি নিহত হয়েছেন। খবর সিনহুয়া’র।
বৃহস্পতিবার (১৪ জুন) ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে বান্দিপোড়া জেলার জঙ্গলে এ সংঘর্ষ হয়।
সিনহুয়া’র খবরে বলা হয়, বান্দিপোড়ায় আজ বন্দুকযুদ্ধে দুই জঙ্গি ও এক সৈন্য নিহত হয়েছে। জঙ্গলে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে।
ভারতের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালাই বলেন, জঙ্গি উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার থেকে ওই এলাকায় তল্লাশী অভিযান চলছে। রোববার কুপওয়ারা জেলায় ভারতীয় সেনাবাহিনী ছয় জঙ্গিকে হত্যা করে।
আজকের বাজার/একেএ