কাশ্মিরে বন্দুকযুদ্ধে নিহত ৫

ভারতের জম্মু-কাশ্মিরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৫ জন জঙ্গি নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

শুক্রবার (৩ আগস্ট) রাতে শোপিয়ানে এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত থেকেই দেশটির নিরাপত্তা বাহিনী শোপিয়ানের কিলোরা গ্রামটি ঘিরে ফেলে। অভিযান শুরু করলে জঙ্গিরাও পাল্টা গুলি ছোড়ে। এতে পাঁচ জঙ্গি সদস্য নিহত হন।

আজকের বাজার/একেএ