কাশ্মিরের শোপিয়ানে ‘এনকাউন্টারে’ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকসহ ৫ জন নিহত হয়েছেন। এদেরকে সন্ত্রাসী বলে চিহ্নিত করা হয়েছে। এনডিটিভি এ তথ্য জানায়।
রোববার সকালে জম্মু-কাশ্মিরের শোপিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।
এনডিটিভ’র প্রতিবেদনে বলা হয়, বুরহান ওয়ানির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হিজবুল মুজাহিদিনের একজন শীর্ষ কমান্ডারও রয়েছেন নিহতদের মধ্যে। ওদিকে কাশ্মির বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী প্রফেসর মোহাম্মদ রফি ভাট শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।
আজকের বাজার/একেএ/