জম্মু-কাশ্মিরে শিশু গণধর্ষণ ও হত্যা মামলায় জামিন আবেদন করেছে অপ্রাপ্তবয়স্ক এক অভিযুক্ত। বাকি ৭ জনের বিরুদ্ধে নতুন করে চার্জশিট দেয়ার নির্দেশ দিয়েছেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
সোমবার, কাঠুয়ার আদালতে হাজির করা হয় অভিযুক্তদের সবাইকে। মামলার অন্যতম অভিযুক্ত সাঞ্জি রামের পরিবার সিবিআই’র তদন্ত দাবি করে। একইসাথে, লাই ডিটেক্টর ব্যবহারের মাধ্যমে জবানবন্দি রেকর্ডের দাবি তোলে।
যদিও, এসব আবেদন আমলে নেয়নি আদালত। বরং, পুলিশকে নতুনভাবে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার কিশোর অভিযুক্তের জামিন আবেদন বিবেচনায় রেখেছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
আগামী ২৬ এপ্রিল হবে জামিনের বিষয়ে শুনানি। ধর্ষণের শিকার শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে মামলাটি অন্য রাজ্যে সরিয়ে নেয়ার বিষয়টি আমলে নিয়েছেন সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে পরবর্তী শুনানির দিন ২৮ এপ্রিল জম্মু-কাশ্মিরকে জানাতে হবে সিদ্ধান্ত।
আজকের বাজার/ এমএইচ