কাশ্মির সীমান্তে গোলাবর্ষণ, গ্রাম ছেড়ে পালাচ্ছে শত শত মানুষ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে ভারতীয় ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে গোলবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সীমান্তের গ্রামগুলো থেকে শত শত ভারতীয় পালিয়ে যাচ্ছে। রোববার জম্মু- কাশ্মিরের পুলিশ এমন তথ্য দিয়েছে।

এমন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রধারী এই প্রতিবেশি দেশ দুটির মধ্যে বিদ্যমান ১৫ বছরের যুদ্ধবিরতি চুক্তিটিও এখন হুমকির মুখে।

চলতি মাসের শুরুর দিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে দেশটির সেনাবাহিনীর ঘাঁটিতে হামলার পর উত্তেজনা চরমে পৌঁছায়। ওই হামলায় ভারতীয় ছয় সেনাসদস্য নিহত হয়েছে।

তবে শনিবার শুরু হওয়া গোলাবর্ষণের কারণ এখন নিশ্চিত কওে জানা যায়নি। পূর্বের মতোই দেশ দুটি পরষ্পর পরষ্পরকে দায়ী করছে।
নয়াদিল্লি বলেছে, এই বিপজ্জনক কাজের জন্য পাকিস্তানকে মাশুল দিতে হবে।

জম্মু- কাশ্মিরের কর্তব্যরত পুলিশ সুপার ইমতিয়াজ হুসাইস বলেছেন, ‘পাকিস্তানি সেনাবাহিনীর ছোড়া কামানের গোলা আকাশে ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী তাদেও বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন।’

প্রতিপক্ষের আক্রমণের জবাব দিতে ভারতীয় সেনাবাহিনীও কামানের গোলা নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তা।
এর গুলাগুলির মত ঘটনা ঘটলে , ২০০৩ সালে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর এই প্রথম সীমান্তে ভারী অস্ত্র ব্যবহার করছে চিরপ্রতিদন্দী এই দেশ দুটি।
সূত্রমতে, অন্তত ৭০০ মানুষ উড়ির স্কুলে আশ্রয় নিয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর কাশ্মিরকে কেন্দ্র করে দুবার যুদ্ধে জড়িয়েছে ভারত এবং পাকিস্তান। প্রতিবেশি দুই দেশই পুরো কাশ্মিরের মালিকানা দাবি করলেও ভারতের নিয়ন্ত্রনে রয়েছে জুম্মু-কাশ্মি।
সূত্র : রয়টার্স।

আজকের বাজার: আরজেড/ আরএম/ ২৫ ফেব্রুয়ারি ২০১৮