কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী নেতা বোরহান ওয়ানির মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে কাশ্মীরে কারফিউ জারি করা হয়েছে। গত বছরের ৮ জুলাই ভারতীয় সেনাদের গুলিতে তিনি নিহত হন।
এক বছর পর সেই ইস্যুতে আবারও কারফিউ জারি করা হলো। আগামীকাল তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেখানে যেন কোনো ধরনের বিক্ষোভ-প্রতিবাদ না করা হয়, তার জন্য ৩ শহরে কারফিউ জারি করা হয়েছে। কাশ্মীরে অন্য এলাকার মানুষের চলাফেরায়ও বিধি-নিষেধ দেওয়া হয়েছে।
গত বছরের ওই ঘটনায় কারফিউ উপক্ষো করে চলতে থাকে প্রতিবাদ। ৯০ জনের ওপরে প্রাণ হারান সঙ্ঘাতে। আহত হয় সাত হাজারেরও বেশি। প্রতিবাদ দমাতে পুলিশ পেলেট গান ব্যবহার করে, যাতে অর্ধশতাধিক তরুণ বালক চিরতরে অন্ধ হয়ে যায়।
ভারতীয় মিডিয়া জানিয়েছে, আজ শনিবার সেখানে বিচ্ছিন্নতাবাদীরা বিক্ষোভ করেছে। পরিস্থিতি সামলাতে আইন-শৃঙ্খলাবাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কড়া নিরাপত্তার জন্য পুলিশ ও অন্য বাহিনীর সদস্যদের রাস্তায় নামানো হয়েছে। ওয়ানির নিজ এলাকা ট্রালেও কারফিউ জারি করা হয়েছে।
বিচ্ছিন্নতাবাদীদের যৌথ বিবৃতিতে বলা হয়, আগামীকাল বোরহান ওয়ানির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জনতাকে ট্রালের রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে।
আজকের বাজার: এলকে/এলকে ৮ জুলাই ২০১৭