ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাহাড়িয়া এলাকায় যাত্রা পথে একটি গাড়ি নদীতে ছিটকে পড়ে দুর্ঘটনায় ১১ জন নিহত ও অপর একজন আহত হয়েছে।
দেশটির পুলিশ সূত্রে এ কথা জানা যায়। খবর সিনহুয়া’র।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের দক্ষিণাঞ্চলের ২৫৫ কিলোমিটার দূরবর্তী কেশোয়ার জেলার নূর পদ্মরামায় এ দুর্ঘটনা ঘটে।
কিশোয়ারের ডেপুটি কমিশনার আনগ্রেজ সিং রানা টেলিফোনের মাধ্যমে সিনহুয়াকে জানান, নূর পদ্মরামার কাছে ১২ জন যাত্রীসহ একটি গাড়ি চেহনাব নদীতে ছিটকে পড়ে আজ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা ১১ জনের মৃতদেহ ও পাঁচ বছর বয়সী এক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করেছি।
তিনি জানান, একমাত্র বেঁচে যাওয়া আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে পাঁচজন নারী আর বাকি ছয়জন পুরুষ। তারা হিন্দু ধর্মাবলম্বী। তীর্থ যাত্রায় মাচিল মাতা মঠ মন্দিরের উদ্দেশে যাচ্ছিল।
আজকের বাজার/এমএইচ