ভারতের সেনাবাহিনী আজ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চারটি জঙ্গি ঘাঁটি গোলা মেরে ধ্বংস করে দিয়েছে
গতকাল রাতে জম্মু ও কাশ্মীরের তাংধর অঞ্চলে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি গোলাবর্ষণে দুজন ভারতীয় সেনা ও একজন স্থানীয় বাসিন্দা মারা যান। তার জবাবে আজ রবিবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গোলা মেরে চারটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে যে কাশ্মীরে শীতের আগে জঙ্গিদের ঢোকার সুবিধা করে দিতে পাকিস্তান লাগাতার গোলাবর্ষণ করে যাচ্ছে। সেই ছক বানচাল করে দিতে ভারত ওপারের জঙ্গি ঘাঁটিগুলো লক্ষ্য করে গোলা ছোঁড়ে। তাতে চারপাঁচ জন জঙ্গি আর ওই ঘাঁটিগুলোর পাহারায় মোতায়েন জনা পাঁচেক পাক সেনার মৃত্যু হয়েছে।খবর ভিওিএ
ওদিকে পাকিস্তানের সামরিক মুখপাত্র বলেছেন, গোলাগুলি বিনিময়ে অন্তত ৯ জন ভারতীয় সেনা মারা গিয়েছে, পাকিস্তান হারিয়েছে এক সেনা ও তিন জন সাধারণ নাগরিককে। পাক অধিকৃত কাশ্মীরের প্রশাসন জানিয়েছে, ভারতের গোলাবর্ষণে মুজফ্ফরাবাদের নৌসেরি ও লাগোয়া নীলাম উপত্যকার খুব ক্ষতি হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান