জম্মু ও কাশ্মীরে ফের তুষারধসের কবলে মৃত্যু হল ভারতীয় সেনাবাহিনীর তিন জওয়ানের। আহত হয়েছেন তাঁদের সঙ্গী আর এক জওয়ান। খোঁজ নেই দলের পঞ্চম সদস্যের।
ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে, মঙ্গলবার নিয়ন্ত্রণরেখার কাছে কাশ্মীরের মাচিল সেক্টরে আচমকা তুষারধসের নীচে চাপা পড়েন টহলদারি সেনাদলের পাঁচ সদস্য।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে নামে সেনাবাহিনী। জানা যায়, মোট পাঁচ জন জওয়ান বরফের চাঁইয়ের নীচে চাপা পড়েন। ঘটনাস্থল থেকে তিন জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আহতে একজনকে স্থানীয় সামরিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। কিন্তু সন্ধান মেলেনি পঞ্চম সদস্যের। তাঁর খোঁজে তল্লাশি চলেছে বলে জানিয়েছে সেনা কর্মকর্তারা।
আজকের বাজার/লুৎফর রহমান