আদালতে ভর্ৎসনা শোনার পর অবশেষে কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা শুরু করতে চলেছে ভারতীয় সরকার। জম্মু – কাশ্মীরের প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় কাশ্মীর উপত্যকায় ধাপে ধাপে চালু হবে ব্রডব্যান্ড ইন্টারনেট।
প্রশাসন সূত্রের খবর, প্রথমে ব্রডব্যান্ড চালু হবে মধ্য কাশ্মীরে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চালু হবে উত্তর কাশ্মীরের পরিষেবা। একেবারে শেষে চরমপন্থী অধ্যুষিত দক্ষিণ কাশ্মীরে ব্রডব্যান্ড পরিষেবা চালুর ভাবনা রয়েছে প্রশাসনের।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, গোটা কাশ্মীরে ব্রডব্যান্ড পরিষেবা চালুর পর পরিস্থিতি খতিয়ে দেখবেন লেফটেনেন্ট গভর্নর। তার পরই কাশ্মীরে মোবাইল ইন্টারনেট চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি।
আজকের বাজার/লুৎফর রহমান