ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছে।
শনিবার শ্রীনগরের হাজরাতবল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।
নিহত ব্যক্তি পুলওয়ামা জেলার অবন্তীপোরা এলাকার বাসিন্দা। তিনি জঙ্গিগোষ্ঠী আইএস’র জম্মু-কাশ্মীর শাখার সদস্য বলে জানিয়েছে পুলিশ।
খবরে বলা হয়, হামলার পর ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। তবে, হত্যার নেপথ্যে কে বা কারা রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।
আজকের বাজার/এমএইচ