কাশ্মীরে বন্দুকযুদ্ধে ২ জঙ্গি নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সরকারি বাহিনীর সাথে মঙ্গলবার এক বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে সীমান্তবর্তী কুপওয়ারা জেলার গালুরা গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, ‘সেখানে সেনা ও পুলিশের একটি যৌথ দলের সাথে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়।’ তবে এতে সরকারি বাহিনীর কোন ক্ষতি হয়নি।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় ক্যাডার হিসেবে পরিচিত।

আজকের বাজার/এমএইচ