ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ জুন) কাশ্মীরের দক্ষিণ শ্রীগুফওয়ারা অঞ্চলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ শ্রীগুফওয়ারা অঞ্চলে বিচ্ছিন্নতাবাদীরা আত্মগোপনে আছেন বলে খবর পেয়ে ভারতীয় পুলিশ একটি গুচ্ছবাড়িতে অভিযান চালালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটেছে।
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, চার বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন।
পুলিশ বলছে, সেনাবাহিনী একটি বাড়িতে বিচ্ছিন্নতাবাদীদের কোণঠাসা করে ফেললে গুলি বিনিময়ে এক দম্পতি আহত হন। স্থানীয় অধিবাসীরা বলেন, ওই দম্পতিকে ঘর থেকে বের হওয়ার সুযোগ দেয়নি ভারতীয় বাহিনী।
এর পর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আহত পুরুষকে মৃত্যু ঘোষণ করেন।
পুলিশ-বিচ্ছিন্নতাবাদীদের গোলাবিনিময়ের সময় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
আজকের বাজার/একেএ